প্রিন্টিফাই হল এমন একটি প্রিন্টিং সার্ভিস প্রদানকারি সাইট যেটির মাধ্যমে আপনার ডিজাইন করা পণ্য গুলো প্রিন্ট করে বিশ্বব্যাপি আপনার কাস্টোমারদের কাছে পাঠাতে পারবেন।
- এটি ১০০% ফ্রি তে ব্যবহার করা যায়
- এখানে ৫০০ এর বেশী ভালো মানের পণ্য রয়েছে
- এটি হল সব থেকে বড় প্রিন্ট নেটওয়ার্ক
৫০০ এর বেশী ভালো মানের পণ্য ও বেশী বিক্রিত পণ্য গুলো এখানে পাবেন
ইউএস ডলার 13.51 থেকে শুরু
প্রিন্টিফাই এ ইউএস ডলার 10.45 থেকে শুরু
ইউএস ডলার 9.11 থেকে শুরু
প্রিন্টিফাই এ ইউএস ডলার 7.95 থেকে শুরু
ইউএস ডলার 17.85 থেকে শুরু
প্রিন্টিফাই এ ইউএস ডলার 13.75 থেকে শুরু
ইউএস ডলার 9.16 থেকে শুরু
প্রিন্টিফাই এ ইউএস ডলার 7.06 থেকে শুরু
আপনার স্টোর টি যোগ করুণ
প্রিন্টিফাই কে আপনি খুব সহজে যে কোন বড় বড় ই-কমার্স প্লাটফর্ম বা মার্কেটপ্লেস এর সাথে এড করে ব্যবসা শুরু করতে পারবেন।
বিশ্বব্যাপি ৫ লাখের ও বেশী মার্চেন্ট এখানে কাজ করে।
আপনি একজন একেবারে নতুন বা পুরাতন ও অভিজ্ঞ ই-কমার্স ব্যবসায়ী হোন না কেন, আমরা আপনার জন্য সবকিছুই করবো যা আমাদের করা দরকার, একজন মার্চেন্ট হিসাবে আপনাকে একটি ইতিবাচক অভিজ্ঞতা দিতে।
আমাদের মত গায়কদের জন্য প্রিন্টিফাই একটি অসাধারণ প্রিন্টিং সার্ভিস। যেখানে আগে আমাদের শার্ট এর ডিজাইন করে কমপক্ষে ১০০০ শার্ট প্রিন্ট করে আমাদের অফিস স্টক করে রাখা লাগত, এখন সেখানে আমাদের একসাথে এত শার্ট এর প্রিন্ট করার প্রয়োজন পরেনা যার ফলে আমাদের একসাথে অনেক টাকা ইনভেস্ট করার দরকার পরেনা ও শার্ট গুলোকে রাখার জন্য তেমন জায়গারও দরকার পরেনা। ধন্যবাদ প্রিন্টিফাই কে।
আমরা প্রিন্টিং সার্ভিস হিসাবে প্রিন্টিফাই কে বেশী পছন্দ করি, তার অন্যতম কারণ হল তাদের অনেক অনেক প্রোডাক্ট অপশন রয়েছে, মার্চেন্টেদের জন্য অনেক অফার রয়েছে, তুলনামুলক তাদের পন্যের দাম ও কম। এত বছর তাদের সার্ভিস ব্যবহার করার পরে এটা বলতে পারি তাদের কাস্টোমার সার্ভিস হল বেস্ট, এবং দিন দিন তারা তাদের ওয়েবসাইট ও সার্ভিস কে আরও ভালো করার চেষ্টা করে যাচ্ছে।

প্রিন্টিফাই আমাদের এক অসাধারণ ব্যাবসায়িক পার্টনারে পরিনত হয়েছে, যা আমাদের ব্যবসাকে আরও একধাপ এগিয়ে নিতে সাহায্য করেছে। ডিজাইন প্রিন্টিং থেকে শুরু করে কাস্টোমার সাপোর্ট সব ব্যাপারে সমান ভাবে আমাদের কে সাহায্য করেছে। সত্যি এটা একটা অসাধারণ ব্যবসায়িক অভিজ্ঞতা।
প্রিন্টিফাই এর সাথে কাজ করা আমাদের জন্য এক চমৎকার অভিজ্ঞতা। তাদের কাস্টমার সার্ভিস ও খুব দ্রুত সাহায্য করে, সব ধরনের প্রশ্নের উত্তর দেয় ও সব সমস্যা দ্রুত সমাধান করে দেয় আমাদের, ও আমাদের কাস্টমারদের। আমারা যেহেতু তাদের প্রিমিয়াম প্ল্যান ব্যবহার করি, তাই এটা বুঝতে পারি, আমরা যা তাদের কে পেমেন্ট করছি প্রতি মাসে তাদের প্রিমিয়াম প্ল্যান এর জন্য এর থেকেও বেশী কিছু পাচ্ছি এবং আমাদের আয় ও বেড়েছে আগের তুলনায় অনেক বেশী।
প্রিন্টিফাই এর সাথে কাজ করে আয় করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, কারণ এটা আমার ব্যান্ড ভ্যালুকে অনেক বেশী বাড়িয়ে দিয়েছে আগের তুলনায়। প্রিন্টিফায় শুধুমাত্র আমার ব্যবসাকে দাড় করাতে সাহায্য করেনি বরং আমার ব্যবসাকে অনেক গুন বাড়িয়ে দৌড়াতে সাহায্য করেছে। ধন্যবাদ প্রিন্টিফাই।